প্রয়োজনে মরব, তবুও পথ ছাড়ব না : ওবায়দুল কাদের
রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বুজতে পেরেছে জনগণের ভোটে শেখ হাসিনার আওয়ামী লীগকে পরাজিত করা সম্ভব নয়। তাই তারা সন্ত্রাসের পথে এগোচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি নামের অপশক্তিকে মোকাবিলা করতে হবে। আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে মরব, তবুও পথ ছাড়ব না।’
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এটা বাংলাদেশের জন্য আরও একটি মুক্তিযুদ্ধের মতো। সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে থাকার কোনো বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কোনো বিকল্প নেই। বিএনপি নামের অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া উচিত নয়।’
বিএনপি মহাসচিব মিথ্যাচার করছেন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সভা-সমাবেশে পুলিশের অনুমতি নিয়ে মির্জা ফখরুল মিথ্যাচার করেছে। বিএনপির ক্ষমতাকালীন সময়ে অনুমতি ছাড়া কোনো প্রকার সভা সমাবেশ করতে পারেনি আওয়ামী লীগ। মির্জা ফখরুলকে কথা নয় কাজে প্রমাণ করতে হবে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘যারা নির্বাচন করতে আগ্রহী নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাই, তারাই অশান্তির পক্ষে। বিশৃঙ্খলা করে শান্তির পরিবেশটা ধ্বংস করতে চায়। আওয়ামী লীগ অশান্তি চায় না, শান্তিপূর্ণ নির্বাচন চায়।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে দেশের গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা কোনো কিছুই ব্যাহত হতে দেবে না। আগামীকাল আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেবে অশান্তির বিরুদ্ধে এ দলের অবস্থান।’