আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসেছে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপিনেতারা চালের ও আটার বস্তা নিয়ে মাঠে নেমেছে। আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসে গেছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে।’
ওবায়দুল কাদের আজ শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
এর আগে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির বিরুদ্ধে ‘খেলা’ শুরুর ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বিরুদ্ধে আমাদের খেলা শুরু হয়ে গেছে। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। এ যুদ্ধে আমাদের জিততেই হবে। ফখরুলরা ফাউল খেলা শুরু করে দিয়েছে। আমাদের খেলাও শুরু হয়ে গেছে।’
দলের নেতাকর্মীদের দ্বিধাবিভক্তি ভুলে এক কাতারে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দলের মধ্যে ঠেলাঠেলি বন্ধ করুন। নিজেদের মধ্যে কলহ বন্ধ করুন। দলের সবাই এক পতাকায় শামিল হোন। বিভক্ত হলে বিএনপির বিরুদ্ধে আপনারা কীভাবে খেলবেন? প্রত্যেকের রেকর্ড নেত্রীর হাতে আছে। রেকর্ড দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের ভাগ্যাকাশে আবারও খারাপ সময় এসে গেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ও আমীর খসরু মাহমুদরা এ শয়তানি করছে। বিএনপির সঙ্গে কোনো আপস নেই।’