বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে স্বপনকে গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপি বলছে, বৃহস্পতিবার বিকেলে গুলশানের একটি বাসা থেকে স্বপনকে আটক করে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল।
এ ছাড়া ডা. মওদুদ হোসেন আলমগীর বর্তমানে বিএনপির মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক।