বিএনপি খাদে পড়ে গেছে : ওবায়দুল কাদের
বিএনপির সঙ্গে সংলাপের কথা নাকচ করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময় শেষ হয়ে গেছে। সন্ত্রাসীদের সঙ্গে আর কোনো সংলাপ নয়। ২৮ অক্টোবরের ঘটনায় বিএনপি খাদে পড়ে গেছে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ রোববার (৫ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি অবরোধের নামে জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা দায় এড়াতে পারবে না। তাদের নির্দেশে অপকর্ম হয়েছে। আওয়ামী লীগকে খাদে ফেলতে গিয়ে নিজেরাই খাদে পড়ে গেছে।
অপর এক প্রশ্নের জবাবে এসময় ওবায়দুল কাদের বলেন, আমরা বিদেশিদের বলব, আপনারাই দেখুন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি। এখন গার্মেন্টস সেক্টর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।