নির্বাচন ভন্ডুলের চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিরোধ করার নির্দেশনা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিরোধ করতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভন্ডুল করার যে চক্রান্ত চলছে, এটা আমাদের যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং এদের পরাজিত করতে হবে। এটা একটা নির্দেশনা আছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সভাপতি (শেখ হাসিনা) একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন আজকে। বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস, বাস ও পরিবহণে আগুন, এসব নাশকতা চলছে সারা দেশের বিভিন্ন জায়গায়। প্রায় প্রতিদিনই বাস পোড়াচ্ছে। এসব নাশকতার জবাবে আমাদের নেতাকর্মীরা সারা বাংলাদেশে সতর্ক পাহারায় রয়েছে। তাদেরকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমাদের যে আটটি বিভাগীয় কমিটি আছে এই আটটি বিভাগীয় কমিটি আরও সক্রিয় হয়ে প্রত্যেক বিভাগে, জেলায় গিয়ে তারা এই সতর্ক পাহারার বিষয়টা আরও জোরদার করার ব্যাপারে আমাদের জেলা সংগঠন, থানা সংগঠন, উপজেলা, ইউনিয়ন, তার মানে আমাদের তৃণমূলকে আরও সুসংগঠিত করবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূলত আসন্ন নির্বাচন সংক্রান্ত কিছু আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত, যেমন নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন আমাদের সভাপতি প্রধানমন্ত্রী। এখানে কো-চেয়ারম্যানের পদ, একটা পদ আছে সেটা এখনও পূরণ হয়নি। আমি পার্টির সেক্রেটারি হিসেবে সদস্য সচিবের দায়িত্ব পালন করব।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘এ ছাড়া আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, উপদেষ্টা কমিটি, আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরের উত্তর-দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, এরা এ কমিটিতে থাকবেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ ছাড়া আমাদের নির্বাচন সংক্রান্ত ১৪টি উপকমিটি আছে। গতবারও ১৪টি ছিল। এবারও ১৪টি উপকমিটি। লোক হয়তো পরিবর্তন হবে। কমিটিতে থাকা কেউ কেউ মারা গেছেন। স্বাভাবিক কারণে নতুন কিছু সংযোজন হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই আমরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালযয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করব। এবার আমাদের মনোনয়ন ফর্ম যারা সংগ্রহ করবেন, আগে ৩০ হাজার টাকা ছিল, এবার তাদের ৫০ হাজার টাকা দিতে হবে। দলীয় মনোনয়ন কেউ চাইলে অনলাইনেও সংগ্রহ ও জমা করতে পারবেন।’
বিএনপিকে নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ভালো করেই জানে, এ নির্বাচনে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। দেশের জনগণ তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি। তাদের নেতাকর্মীর আন্দোলনে হয়েছে। দেশের জনগণ সম্পৃক্ত হননি। সেই আন্দোলন কোনোদিন আর সফলতা পাবে না। আর আমাদের দেশে আন্দোলন ব্যর্থ হলে নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো রেকর্ড নেই। এটা হলো বাস্তব।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের বিরুদ্ধে ‘গেস্টাপো বাহিনী’ তৈরির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘গেস্টাপো বলছেন, কে বলছেন সেটা আমি বুঝি। আমরা ক্ষমতাসীন দল ও সরকার, আমাদের উচিত দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। জানমাল রক্ষা করা। কাজেই সরকার হিসেবে, সরকারি দল হিসেবে সে কারণে আমাদের যার যেখানে দায়িত্ব, আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, আমরা জনস্বার্থেই সারা দেশে সতর্ক পাহারায় আছি ও থাকব।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘যতক্ষণ নাশকতা চলবে, সন্ত্রাস চলবে, নির্বাচন ভন্ডুলের পাঁয়তারা চলবে, ততক্ষণ সতর্ক পাহারা আরও জোরদার করা হবে।’