সংলাপের কোনো সুযোগ নেই : ওবায়দুল কাদের
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে বেলা ১১টার দিকে পিটার হাস সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের জন্য যে সময় প্রয়োজন সে সময় এখন আর নেই। কারণ, দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন, তা এখন নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে।’
বৈঠক শেষে পিটার হাস বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হোক, এটাই আমরা আশা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, এটা চাই। এখানে (বৈঠকে) সে প্রস্তাবই দিয়েছি। সম্প্রতি বাংলাদেশের যে সহিংসতা হচ্ছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।’