বিএনপির ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান গ্রেপ্তার
বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) র্যাব-২ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্ট নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব আরও জানায়, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার নাশকতার একটি মামলায় হাবিবুর রহমান হাবিবকে কারাদণ্ড দিয়েছেন নিম্ন আদালত।