পেঁয়াজ-চালের নৈরাজ্য বন্ধে সরকারের ভ্রুক্ষেপ নেই : রিজভী
দেশের বিভিন্ন কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে তিনি এই দাবি করেন। তিনি আরও বলেছেন, দেশে পেঁয়াজ-রসুন-ডাল-চালের দাম নিয়ে নৈরাজ্য যে চলছে তা নিয়ে সরকারের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই।
রিজভী বলেন, ‘বিরোধী দলের সক্রিয় নেতাকর্মীদের ওপর নানাবিধ অমানবিক আচরণ চালানো হচ্ছে। কারাবন্দিদের নির্যাতন করা হচ্ছে পৈশাচিক কায়দায়। বন্দিদের চিকিৎসা না দিয়ে হত্যা করা হচ্ছে। অসুস্থ বন্দিকে শিকল পরিয়ে হাসপাতালে ফেলে রাখা হচ্ছে। বিরোধী নেতাকর্মীদের কারাগারে দমবন্ধ করা সেলে রাখা হচ্ছে। তাদের নিম্নমানের খাবার দিয়ে অসুস্থ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘জেল ও হেফাজতে মৃত্যুর দায় এড়াতে পারবে না শেখ হাসিনা ও কারা কর্মকর্তারা। প্রতিটি মৃত্যু ও হত্যার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে।’
নিত্যপণ্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘দেশে পেঁয়াজ-রসুন-ডাল-চালের দাম নিয়ে চলছে নৈরাজ্য, তা নিয়ে সরকারের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীরা যেমন খুশি দাম নির্ধারণ করছেন। সরকারের কোনো বিধিবিধান তোয়াক্কা করা হচ্ছে না। সরকার যদি নির্বাচিত হতো বা জনগণের ভোটের প্রয়োজন পড়তো তাহলে দলীয় ব্যবসায়ীদের হাতের বাজারের নিয়ন্ত্রণ ছেড়ে দিত না।’
ব্রিফিংয়ে ৩৬ ঘণ্টার অবরোধ সলের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের। এই কর্মসূচি মানুষের কথা বলা। প্রতিটি ব্যক্তি ও মানুষের স্বাধীনতা নিশ্চিতে এই কর্মসূচি। দেশের কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে এতে।’