শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়েছেন : রিজভী
দেশের জনগণকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ অবৈধ সরকার প্রতারণার নির্বাচন করে, এক তরফা নির্বাচন করে গোটা জাতিকে ধোকা দিয়েছে। আর আপনারা নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লালকার্ড দেখিয়েছেন।
আজ বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুলশান-১ নম্বর এলাকায় লিফলেট বিতরণ শেষে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন। জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বার বার কর্তৃত্ববাদী এ দুঃশাসন আর মানবেন না। এর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদিকা ফারজানা ইয়াসমিন লিপি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, নাসরিন রহমান পপি, সহ সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, কেন্দ্রীয় যুবদল নেতা কাজী মনজুর রহমান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সজীব রায়হান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, মৎস্যজীবী দলের সদস্য এ এইচ আবু সাঈদ, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডা. মুনতাসির, আশরাফুল আসাদ, টাঙ্গাইল জেলা ছাত্রদল নেতা রফিক, ইডেন মহিলা কলেজ ছাত্রদল নেত্রী নিপা, মহানগর ছাত্রদল নেতা নাসির মিজি, রাকিব, জয়া-সহ নেতৃবৃন্দ।