লাল-সবুজে সেজেছে বঙ্গভবন, নতুন মন্ত্রিসভার শপথ শুরু
নবনিযুক্ত মন্ত্রীদের শপথ অনুষ্ঠান উপলক্ষে লাল-সবুজের আলোকসজ্জায় সেজেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সরকারি বাসভবন বঙ্গভবন। এরইমধ্যে শুরু হয়েছে শপথগ্রহণের অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবনিযুক্ত ২৬ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী।
এর আগে শপথ নিতে বঙ্গভবনে আসতে শুরু করেছেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এরপর আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শপথবাক্য পাঠ অনুষ্ঠান শুরু হয়।
গতকাল বুধবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আর আজ বিকেলে নতুন মন্ত্রিসভায় ৩৬ সদস্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী আজ মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন আসাদুজ্জামান খান (ঢাকা-১২), আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন।
এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বেগম সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪), নসরুল হামিদ (ঢাকা-৩), জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।