ভালো মানুষগুলো জেলে আর কুখ্যাত খুনি-সন্ত্রাসীরা বাইরে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভালো মানুষগুলো জেলে, কারাগারে। আর কুখ্যাত খুনি, সন্ত্রাসীরা বাইরে। পুলিশকে এর জন্য দায়ী করেছেন তিনি। সরকারের মধ্যে আতঙ্কের একটা প্রতিযোগিতা দেখছি উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ‘কালো পতাকা মিছিলেই কি সরকারের এতো ভয়?’
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি পুলিশের আচরণের সমালোচনা করে বলেন, তাদের কারণেই ভালো মানুষগুলো জেলে, কারাগারে। আর কুখ্যাত খুনি, সন্ত্রাসীরা বাইরে। পুলিশই আবার এমপিদের নির্বাচিত করে। বিএনপির স্থায়ী কমিটির ও দেশ বরণ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মঈন খানকে টেনে হিঁচড়ে পুলিশ তুলে যায় এল অভিযোগ করে তিনি বলেন, তার মতো ভদ্র মানুষকে এভাবে কীভাবে এমন করে হেনস্থা করে তারা? তাহলে কীভাবে এদেশে ভদ্র লোক থাকবে।
এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, অধিবেশনের নামে সরকার তামাশা ও নাটকের আয়োজন করে। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ হার্টের রোগী জানিয়ে তিনি বলেন, তাকেও টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে পুলিশ। এদেশে কি নারীরাও নিরাপদ নয়? কৃষিবিদ শামীমুর রহমান শামীম একদিন আগে জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে দেখা করতে গেলে আজ সরকারের আজ্ঞাবহ বাহিনীকে তাকে গ্রেপ্তার করেছ। এটা অমানবিক ও বর্বর।