গাড়ি পোড়ানো মামলায় বিএনপিনেতা নবী উল্লাহ গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বলাকা পরিবহন নামে একটি বাস পোড়ানোর মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
বিএনপি ও সমমনাদের ডাকা হরতাল চলাকালে গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বলাকা পরিবহণে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ মামলাটি দায়ের করা হয়। মামলায় নবী উল্লাহ নবী এজাহারনামীয় এক নম্বর আসামি।
নথি থেকে জানা গেছে, বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে ৫ জানুয়ারি দিনগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই ৫ জানুয়ারি রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।