ঈদ কেনাকাটা
ভিড়ের তুলনায় বিক্রি কম নিউমার্কেটে
আজ ১৭ রমজান। এগিয়ে আসছে ঈদুল ফিতর। তাই কেনাকাটায় জমে উঠেছে প্রায় সব মার্কেট, শো-রুম, দোকান। বাদ যায়নি ফুটপথও। বিভিন্ন পার্বনে ব্যস্ত থাকে রাজধানীর নিউমার্কেট। ঈদ উপলক্ষে সারাদিন মোটামুটি জমজমাটই থাকছে এখানের দোকানপাট। যদিও ইফতারের পর থেকে বাড়ছে বিক্রির চাপ। তবে, যতোটা ভিড়, ততোটা বেচাবিক্রি হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের।
ঈদ মানেই নিউমার্কেটে কেনাকাটার ধুম। যদিও করোনার ধাক্কায় এই মার্কেটের অনেক ব্যবসায়ীই বসেছিলেন পথে। আবার আগুনেও ভাগ্যহত অনেকে। তারপরও ঘুরে দাঁড়িয়েছেন তাদের অধিকাংশই। মনোযোগী হয়েছেন পুরাতন ঘাঁ সারাতে। এবারের ঈদকে সামনে রেখে এনেছেন বিভিন্ন ডিজাইনের পোশাক, থ্রিপিস, শিশুদের পোশাক, জুতা, বেল্ট, প্যন্ট, প্লাজো, লেহেঙ্গা, শাড়ি, কসমেটিকস, ব্যাগ, খেলনা, কসমেটিকস ইত্যাদি।
দোকানের পাশাপাশি এই মার্কেটের ফুটপথেও বিক্রি হচ্ছে সব কিছুই, যা দোকানের থেকে কিছুটা কম দামে পাচ্ছেন ক্রেতারা।
আসিফুজ্জামান তার শিশুকন্যা মহুয়ার জন্য পোশাক কিনতে এসেছেন। তিনি জানান, বর্তমান সময় অনুযায়ী দাম খুব বেশি তা বলা যাবে না, তবে অন্য বারের তুলনায় বেশি।
লেহেঙ্গা ও মেয়েদের প্যান্ট বিক্রেতা বাদশাহ মিয়া বলেন, বেচাকেনা জমে উঠতে শুরু করেছে। তবে, যে পরিমাণ মানুষ আসেন, সেই পরিমাণ বিক্রি হয় না।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) নিউমার্কেট ঘুরে এসব চিত্র দেখা যায়। তিন নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে গেলে থ্রিপিস, প্লাজো, লেহেঙ্গা পাওয়া যাচ্ছে দোকান ও ফুটপথে। এই পথের দোকানগুলোতে আছে শিশুদের পোশাকও। মিলছে জুতা। একই গেট দিয়ে বাম দিকে একটু এগিয়ে দুই নম্বর গেটের কাছাকাছি পর্যন্ত মিলছে অন্যান্য সব পোশাকের পাশাপাশি শিশুদের পোশাক। এ সব পোশাক দেড়শ টাকা থেকে পাওয়া যাচ্ছে দুই হাজার টাকার মধ্যে। আরও বেশি দামেরও আছে, যদিও তার ক্রেতা বেশি না বলে দাবি করেছেন বিক্রেতারা। আবার বড়দের থ্রিপিসের দাম শুরু হয়েছে ৫৫০ টাকা থেকে।
প্যান্টের দাম ৫০০ টাকা থেকে শুরু করে মান ভেদে বিভিন্ন রকম। দোকানিরা বলছেন, ভারতীয় প্যান্টও আছে, যার দাম একটু বেশি।
বোরখা, হেজাবের দোকানগুলোও বেশ জমজমাট। আন্ডার গার্মেন্টসেও দোকানেও আছে ভিড়।