কিশোরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। নিহতরা হলেন পোড়াবাড়ীয়া এলাকার শহীদুল্লাহর ছেলে নাইম (২৮) এবং পাইক লক্ষিয়া এলাকার আবুল কালামের ছেলে শরীফ (২২)।
আজ শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, “আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বরাটিয়া ঈদগাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত শরীফ, তার বোন লিজা ও পোড়াবাড়িয়া গ্রামের আবু বকরের ছেলে ফাহিমকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পথেই শরীফের মৃত্যু হয়।’