ঝালকাঠিতে গঙ্গাস্নানে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র
ঝালকাঠির নলছিটিতে চৈত্র সংক্রান্তিতে মা ও দাদির সঙ্গে সুগন্ধা নদীতে গঙ্গাস্নানে গিয়ে আদিত্য চক্রবর্তী আদর (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়েছে। আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের কলবাড়ী সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শহরের বাতুরতলা এলাকার স্টুডিও ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর একমাত্র ছেলে আদিত্য চক্রবর্তী আদর। সে দাদি ও তাঁর মা মিতু চক্রবর্তীর সঙ্গে গঙ্গাস্নানের জন্য সুগন্ধা নদীর তীরে আসে। পরে তিনজনই একসঙ্গে স্নানে নামে। এ সময় তাঁর মা ও দাদি স্নানে ব্যস্ত থাকায় আদর নদীতে পড়ে যায়। দাদি তাকে ধরার চেষ্টা করলেও রাখতে পারেননি। নদীর স্রোতের টাসে সে ভেসে যায়।
খবর পেয়ে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নিখোঁজ আদরের সন্ধানে সুগন্ধা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। সে নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। এদিকে একমাত্র ছেলে নিখোঁজের খবর শুনে বাবা শিমুল চক্রবর্তী নদীর তীরে বারবার জ্ঞান হারাচ্ছেন।
পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ট্রলার নিয়ে নদীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটছেন আদরের সন্ধানে।
বাবা শিমুল চক্রবর্তী বলেন, ‘অদিত্য প্রায়ই নদীতে গোসল করে। কখনও এমন হয়নি। হঠাৎ সে নদীতে স্রোতের টানে ভেসে যায়। দুপুর থেকে অনেক খোঁজাখুঁজি করছি, এখনও পাওয়া যায়নি।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে পুলিশ সেখানে অবস্থান করছে। ডুবুরিদল উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।