রিমালের সময়ে স্কুলে গিয়ে প্রাণ গেল সাগরের
দেশজুড়ে চলছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। এরই মধ্যে সকালে স্কুলে চলে যায় কুমিল্লার নূর আইডিয়াল স্কুল ও কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর। স্কুল থেকে সাগরের আর ফেরা হলো না। স্কুলের পাশের নির্মাণাধীন ভবন ধসে পড়ে প্রাণ হারায় সে।
আজ সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা নোয়াগাও এলাকায় এই ঘটনা ঘটে।
তথ্য সত্যতা নিশ্চিত করে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভুইয়া বলেন, নিহত স্কুলছাত্রের নাম সাইফুল ইসলাম সাগর। নিহত সাগর শাকতলা এলাকার অলি আহমেদের বড় ছেলে।
পুলিশ জানায়, নূর আইডিয়াল স্কুল ও কলেজের টিনশেড বিল্ডিংয়ে ক্লাস করছিল সাগর ও তার সহপাঠীরা। এ সময় হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের নির্মাণধীন ছয় তলার উপরের অংশ ভেঙ্গে পড়ে। এ সময় ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে সাগর। সাগরকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. রাসেল খান তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক রাসেল জানান, সাগরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
নিহত সাগরের বাবা অলি আহমেদ জানান, তার দুই ছেলের মধ্য সাগর বড়। সকালে স্কুলে চলে আসে সাগর। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে স্কুলের পাশের ভবন ভেঙ্গে পড়ে আমার ছেলে গেছে।