যুবদলনেতাকে না পেয়ে বাবাকে গ্রেপ্তার
সরকার বিরোধী আন্দোলন করায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ২১৯টি মামলা হয়। এসব মামলার কারণে দীর্ঘদিন যাবৎ গ্রামের বাড়িতে যান না নয়ন। আজ বুধবার (২২ মে) নয়নের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাবাকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, মাগুরার মোহাম্মদপুর থানার নাহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে তাকে খুঁজতে আসে পুলিশ। এ সময় তাকে না পেয়ে বাবা মো. আক্কাস শেখকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এসময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা নয়নের বাড়িতে হামলা চালায় বলেও অভিযোগ করেন তিনি।
রবিউল ইসলাম নয়ন বলেন, ‘সকালে কিছু অতি উৎসাহী আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলায় আমার পরিবারের সদস্যরা আহত হয়। আমার বৃদ্ধ বাবাকেও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব আরও বলেন, ‘এর আগেও অনেকবার পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ব্যাপারে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার হয়নি।’