২৫ বছর জাল টাকা তৈরির ব্যবসা, তৃতীয়বার ধরা
রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকা থেকে দেড় কোটি জাল টাকার নোটসহ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০০, ২০০, ৫০০ ও এক হাজার টাকার নোট পাওয়া গেছে।
আজ শনিবার (৮ জুন) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, তার কাছ থেকে নগদ দেড় কোটি টাকা মূল্যের জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে। জাকির রাজধানীতে ২৫ বছর ধরে জাল টাকা তৈরির ব্যবসা করেন। তৃতীয়বার তাকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান বলেন, জাকির হোসেন জাল টাকা তৈরির একজন মাফিয়া। এর আগেও তাকে দুবার গ্রেপ্তার করেছে পুলিশ। আটকের সময় তার কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। জাকির হোসেন ২৫ বছরের বেশি সময় ধরে রাজধানীতে জাল টাকা তৈরি করছেন।
আটক হওয়ার পর জাকির হোসেন গণমাধ্যমে বলেন, আমার নিষ্পাপ সন্তান, সে তো কোনো অপরাধ করে নাই। আমার অপরাধের কারণে আমি আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। আমার বৌ-বাচ্চা এর সাথে জড়িত ছিল না।
জাল নোট তৈরির কাঁচামাল কোথায় পেলেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, বাংলাদেশে এগুলো এভেইলেবল (প্রচুর)। এর সরঞ্জামগুলো বৈধ, কিন্তু আমরা অবৈধ কাজে এটা ব্যবহার করেছি।
জাকির আরও বলেন, আমরা বাংলা টাকা যেভাবে বানাই, ইন্ডিয়ান (ভারতীয়) রুপিও সেভাবেই বানাই। ইন্ডিয়ান রুপিটা রাজশাহীর লোকের কাছে বিক্রি করি। সে ওগুলো কী করে, তা আমি বলতে পারব না।