আমু-কামরুলকে তোলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে
জুলাই-আগস্টে গণহত্যা করে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার মধ্যে তাদের হাজির করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর টিম।
সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গত ২ ডিসেম্বর আওয়ামী লীগের সাবেক এই দুই মন্ত্রীকে হাজির করার জন্য ট্রাইব্যুনালের কাছে পৃথক দুটি আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বি এম সুলতান মাহমুদ।
ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করেন চিফ প্রসিকিউটর। এ মামলায় আসামি করা হয়েছে ওবায়দুল কাদেরসহ বিগত আওয়ামী লীগ সরকারের ৪৫ জন মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যকে। ইতিমধ্যে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ৬ নভেম্বর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে পুলিশ। পশ্চিম ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৮ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে।