গৃহবধূ সম্পার হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও
নাটোরের লালপুরে গৃহবধূ সম্পা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে গ্রামবাসী। আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাকনা গ্রামের কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে লালপুর থানা ঘেরাও করে।
বাকনা গ্রামবাসী থানার সামনে অবস্থান নিয়ে গৃহবধূ সম্পা হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী থানায় ঢুকে পড়ে। পরে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের আটকের আশ্বাস দিলে থানা ছেড়ে যায় গ্রামবাসী।
গত পহেলা ডিসেম্বর রাতে লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাসা থেকে গ্রহবধূ সম্পা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ইউডি মামলা রেকর্ড করে। তবে সম্পার বাবা সোনারুল ইসলামের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে নির্যাতন করে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং একটি অপমৃত্যূ মামলা রেকর্ড করে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।