নিরাপত্তা বিবেচনায় সচিবালয়ে সাংবাদিক প্রবেশ সীমিত করা হয়েছে : প্রেস সচিব
ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিবেচনায় সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।
ফেসবুকে শফিকুল আলম লেখেন, ‘নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।’
শফিকুল আলম আরও লেখেন, ‘সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের জন্য প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (পিআইডি) সব স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে আবেদন আহ্বান করবে৷’
প্রেস সচিব লেখেন, ‘এরমধ্যে যেকোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অস্থায়ী দৈনিক পাস কার্ড প্রদান করবে। সরকার এই অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।’