গাজীপুরে ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪
গাজীপুরে ওষুধ তৈরির কারখানার গুদামে কেমিক্যাল রাখা ড্রাম বিষ্ফোরণে ওই কারখানার চার কর্মী দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে মহানগরীর কোনাবাড়ি থানার বিসিক এলাকার ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—মহানগরীর কোনাবাড়ি থানার হরিনাচালা এলাকার হৃদয় (২৩), বাইমাইল এলাকার আব্দুল্লাহ (২০), হৃদয় আহমেদ স্বাধীন (১৯) এবং বগুড়ার শেরপুর এলাকার আরমান আলী (২১)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে টিনসেড গুদামে থাকা বৈদ্যুতিক সুইচবোর্ডে স্পার্কিং হয়। এ সময় আগুনের স্ফুলিংগ সুইচবোর্ডের পাশে রাখা ক্যামিকেলের একটি ড্রামে পড়ে। এতে কেমিক্যালে আগুন ধরে ড্রামটি বিস্ফোরিত হয়ে টিনের চালাসহ প্রায় ২০০ গজ দূরে সড়কের ওপর পড়ে। এ ঘটনায় কারখানার চার কর্মী দগ্ধ হয়।
মোহাম্মদ মামুন আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ি মডার্ন স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই কারখানার কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আহতদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।