সাবেক এমপি সোলায়মান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন) ও তার স্ত্রী আকতারী জোয়ার্দারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ বিষয়ে জানিয়েছেন।
প্রথম মামলার এজাহার থেকে জানা গেছে, আসামি সোলায়মান হক জোয়ার্দার (ছেলুন) সাবেক সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-২ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আর্জিত ৭ কোটি ৫৫ লাখ ৫২ হাজার ৭৯১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ১৫ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৫৫৮ টাকা ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছেন।
আর দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন- সোলায়মান হক জোয়ার্দার ও তার স্ত্রী আকতারী জোয়ার্দার। এ মামলার এজাহারে বলা হয়, আসামি আকতারী তার স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ৭ কোটি ৬০ লাখ ৬৪ হাজার টাকা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর করে ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের নামে রূপান্তর করে মানিলন্ডারিং করেছেন।