নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই : জামায়াতের আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ কেই প্রশ্ন করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ফিরবে কি না, কিন্তু বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নাই।
ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মীসভায় এ কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান দেয় না, দেশের প্রতি ইঞ্চি মাটি আমানত- এ কথা যারা বিশ্বাস করে না, তাদের কপালে নির্বাচন নাই। আওয়ামী লীগ তিনটি নির্বাচন করেছে জুলুম করে। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন?’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচন দিয়ে যে যার যায়গায় ফিরে যাবেন আশা করি। নির্বাচনে জনগণ যাদের পছন্দ করবে তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে।
নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।