গরিব-অসহায় মানুষের মাঝে নাগরিক কমিটির শীতবস্ত্র বিতরণ
গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। আজ শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর পাইকপাড়া এলাকায় গরিব, অসহায় দুস্থদের মধ্যে নাগরিক কমিটির নেতারা শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন আতিকুর রহমান হিমু। উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির, মাহবুবুর রহমান নয়ন, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মাহবুবুর রহমান নয়নের সঞ্চালনায় নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করেন।