পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৪
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। গতকাল সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাতে জাজিরা উপজেলায় পদ্মা নদীর সবুজ বয়া নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।
জাজিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে জাজিরা উপজেলার পদ্মা নদীর সবুজ বয়া নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। খবর পেয়ে রাতেই জাজিরা নৌপুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজারসহ চারজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন মো. ইউনুস (৩৫), মো. সাজ্জাদ হোসেন অপু (২০), বিল্লাল হোসেন সৈয়াল (২২) ও বিপ্লব (৩৬)। তাঁদের মধ্যে ইউনুস ড্রেজারের চালক হিসেবে কাজ করতেন। বাকিরা তাঁর সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ।