নাশকতার মামলায় বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি
রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সংগঠনটির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৬-এর বিচারক শিহাবুল ইসলাম এই আদেশ দেন।
খালাস পাওয়া উল্লেখযোগ্য নেতাদের মধ্যে হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সহদপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপিনেতা শেখ রবিউল আলম রবি, নবী উল্লাহ নবী ও অনিন্দ্য ইসলাম অমিত।
আদালত সূত্রে জানা গেছে, আদালতে অভিযোগ গঠনের সময় তাদের ডিসচার্জ করা হয়। এতে তারা অব্যাহতি পান।
এজাহার থেকে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার এলাকায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বাসায় ফিরছিলেন। এসময় শাহবাগ থানাধীন পরীবাগ এলাকায় রাস্তায় স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তখন নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের।
এ ঘটনায় রমনা মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ।