বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি, শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃতদন্তসহ তিন দাবিতে দ্বিতীয়দিনের মতো বিডিআরের পরিবারের সদস্যরা শাহবাগ মোড় অবরোধ করেন। পরে তারা পুলিশের অনুরোধে শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান। এতে অন্তত বিডিআর পরিবারের ৬০০ থেকে ৭০০ জন অংশ নিয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিডিআর পরিবারের সদস্যরা সড়ক অবরোধ করেন শুরুতে। পরে তারা শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যান আমাদের অনুরোধে। কারণ, সড়কে যানজট লেগে গিয়েছিল।
জানা গেছে, অবরোধকারীরা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। তারা যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
মো. খালেদ মুনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছেন ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয়দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর দুটার পর তারা শাহবাগে অবস্থান নেয়। সে সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।
এর আগে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর বেলা সাড়ে ১২টার পর তারা শহীদ মিনার থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। শাহবাগ পর্যন্ত এলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে তারা শাহবাগ থানা ও জাদুঘরের সামনে অবস্থান করেন।