নেত্রকোনায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা
নেত্রকোনার দূর্গাপুরে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে শফিকুল ইসলাম নামে (৪৫) পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দূর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত অবস্থায় এসআই শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুর পুলিশলাইন্সে এসআই হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ছুটিতে বাড়ি গিয়েছিলেন শফিকুল। সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথিমধ্যে ওই এলাকার বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘এসআই শফিকুল হত্যায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।’