সুনামগঞ্জে কৃষকের মাঝে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিকেলে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বিরোদা রাণী রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন ধ্রুবতারা সংগঠনের সদস্য আফসার উদ্দীন আহমদ, ফারদিন হাসান, মশিউর রেজা, মেহেদী হাসান, সালেহা বেগম, পারমিতা রায়, শুভ, ফাতেহা কাজী, বর্ষা, রেহেনা প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আইপিডিসি ফিনান্সের সহায়তায় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জের হতদরিদ্র শতাধিক কৃষকের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো জেলা এই কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ধ্রুবতারা সংগঠনের সাধারণ সম্পাদক করেন মো. আমজাদ হোসেন ভূঁইয়া।