দাম কমছে না এলপিজি সিলিন্ডারের, থাকছে ৫ শতাংশ ভ্যাট
এলপিজি সিলিন্ডারের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরেরও বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব করেন।
এর আগে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এলপিজি সিলিন্ডারের ওপর স্থানীয় উৎপাদন পর্যায়ে বর্তমানে ভ্যাটের হার ৫ শতাংশ আছে, যা আরও এক বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব করছি।