ব্যাংকগুলোকে শ্রীলঙ্কার সঙ্গে এসিইউ লেনদেন বন্ধের নির্দেশ
ব্যাংকগুলোকে এসিইউ পদ্ধতিতে শ্রীলঙ্কার সঙ্গে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ আজ বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এসিইউ হল এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো আন্তঃআঞ্চলিক লেনদেনের জন্য আমদানি পেমেন্ট নিষ্পত্তি করে।
বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এসিইউ এর সদস্য। যার সদর দপ্তর তেহরানে। দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলোকে প্রতি দুই মাস অন্তর অর্থ প্রদান করতে হয়।
কোনো বাংলাদেশি ব্যাংক যদি শ্রীলঙ্কার কোনো বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে লেনদেন নিষ্পত্তি করতে চায়, তাহলে তারা এসিইউ সিস্টেমকে উপেক্ষা করে তা করতে পারে।