বাজেট
সিমের দাম কমছে, মোবাইল ফোন খরচ বাড়ছে
সিম কার্ড ইস্যুর ওপর কর কমানো হচ্ছে। মোবাইল ফোন খাতের উন্নয়ন ও এই ফোনের মাধ্যমে তথ্যপ্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে সিম কার্ড ইস্যুর ওপর ৩০০ টাকা শুল্ক-কর কমিয়ে ১০০ টাকা ধার্য করার প্রস্তাব করা হয়েছে। সেইসঙ্গে সিম বা রিম কার্ডের মাধ্যমে দেওয়া সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপেরও প্রস্তাব করা হয়েছে
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে মোবাইল অপারেটরদের সিম কার্ড ইস্যুর ক্ষেত্রে ৩০০ টাকা এবং প্রতিস্থাপিত সিম কার্ডের ক্ষেত্রে ১০০ টাকা শুল্ক কর ধার্য আছে। মোবাইল ফোন খাতের উত্তরোত্তর উন্নয়নের স্বার্থে এবং মোবাইল ফোনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার সহজলভ্য করার লক্ষ্যে তথা এ খাতের সার্বিক সুষম প্রবৃদ্ধির জন্য সিম কার্ড ইস্যু এবং প্রতিস্থাপিত সিমকার্ড উভয় ক্ষেত্রে ১০০ টাকা শুল্ক-কর ধার্য করার প্রস্তাব করছি। মোবাইল ফোনের সিম বা রিম কার্ডের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।’
এর আগে ২০১৩ সালের মে মাসে ৬০০ টাকা থেকে প্রতি সিম কার্ডের ওপর কর কমিয়ে ৩০০ টাকা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিমের ওপর আরোপিত এই কর গ্রাহককে নয় বরং মোবাইল ফোন অপারেটরকে দিতে হয়। ফলে অনেক দিন ধরেই এ কর কমানোর দাবি জানিয়ে আসছিল মোবাইল ফোন অপারেটররা।