বাজেট
ঢাকার কাছে তৈরি হবে কনভেনশন নগর
রাজধানী ঢাকার কেন্দ্রস্থল থেকে পঁচিশ মাইল দূরে একটি কনভেনশন নগর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মহানগরের শূন্যস্থল থেকে প্রায় পঁচিশ মাইল দূরে একটি কনভেনশন নগর গড়ে তোলার উদ্যোগ সরকারি-বেসরকারি প্রকল্প (পিপিপি) কার্যক্রমের অধীনে নেওয়া হচ্ছে।’
কনভেনশন নগরে বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে বাস বা আকাশ রেলে যোগাযোগ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘নগরের আকর্ষণ হবে কনভেনশন ও প্রদর্শনী কেন্দ্র, খাদ্য কোর্ট, অন্তত দুটি পাঁচতারা হোটেল এবং বৃহৎ বিপণন কেন্দ্র। এই প্রকল্পের কাজ ব্যক্তি উদ্যোগে আগামী অর্থবছরে শুরু হবে এবং দুই বছরের মধ্যে সম্পন্ন হবে।’