বাজেট
বিদেশিদের আয়েও কর, না দিলে জেল-জরিমানা
দেশে কর্মরত বিদেশি নাগরিকদের তালিকা করছে সরকার। তাঁদেরও নিয়মিত আয়কর দিতে হবে। নয়তো জেল ও জরিমানা করবে সরকার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন। বিদেশি নাগরিকরা অবৈধভাবে কোনো প্রতিষ্ঠানে কাজ করলে ওই প্রতিষ্ঠানে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যথেষ্ট বেকার যুবক থাকা সত্ত্বেও ব্যাপকভাবে বিদেশি জনশক্তি এখানে কাজ করে। তাদের অনেকেই কোনোরকম করের আওতায় আসে না।’
অর্থমন্ত্রী আরো বলেন, ‘বিদেশি কর্মরত লোকজনের নিবন্ধন গত বছর আমরা শুরু করেছি। এবারে তাঁদের ওপর নিয়মিত কর ধার্যের ব্যবস্থা করা হয়েছে। যাঁরা এখন থেকে অবৈধভাবে কোনো প্রতিষ্ঠানে কাজে নিয়োজিত থাকবেন, সেসব প্রতিষ্ঠানের ওপর প্রদেয় আয়করের ৫০ শতাংশ বা পাঁচ লাখ টাকা (যেটা বেশি) অতিরিক্ত কর আরোপের প্রস্তাব করছি। একইসঙ্গে উক্ত প্রতিষ্ঠানের সব রকম কর সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি। অধিকন্তু এসব দুর্জনদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের লক্ষ্যে জেল ও জরিমানাও করা হবে।’