দাম বাড়তে পারে ব্রয়লার মুরগি, ডিমের
বর্তমানে করমুক্ত পোলট্রিশিল্পের আয়ের ওপর ‘অপেক্ষাকৃত কম হারে কর আরোপের প্রস্তাব’ করেছেন অর্থমন্ত্রী। তিনটি ধাপে এ শিল্পের আয় থেকে কর আদায় করার কথা বলেছেন তিনি। এর ফলে ব্রয়লার মুরগি, ডিমসহ পোলট্রিশিল্পের পণ্যের দাম বাড়তে পারে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর দেওয়া বাজেট বক্তৃতায় এসব তথ্য আসে।
বর্তমানে পোলট্রিশিল্পের আয় করমুক্ত। আগামী ৩০ জুন পর্যন্ত এ অবস্থায় থাকবে পোলট্রিশিল্প। এরপর প্রথম ১০ লাখ টাকা আয়ের ওপর তিন শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর আরোপ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
একই হারে পোলট্রি ফিড, গবাদি পশুর খামার, বীজ, দুধ ও দুধজাত দ্রব্যের খামার, ব্যাঙ, তুঁত চাষ, মৌমাছি চাষ, রেশম চাষ, ছত্রাক চাষ, ফুল ও লতাপাতা চাষ ইত্যাদি খাতের আয়ের ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।
এসব চাষের আয়ে এখন ৩ শতাংশ হারে কর আরোপিত আছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ হার থাকবে।
হাঁস-মুরগি, চিংড়ি ও মাছের হ্যাচারিতেও প্রথম ১০ লাখ টাকা আয়ের ওপর তিন শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ১৫ শতাংশ হারে কর আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, ‘মাছ চাষ খাতের আয় পূর্বে কখনো করমুক্ত আবার কখনো এর উপর অতি স্বল্প হারে কর আরোপিত ছিল। এ করমুক্ত বা স্বল্প হারে করের সুযোগ অনেকে অপব্যবহার করে, যার পরিপ্রেক্ষিতে মাছ চাষ খাতের আয়ের ওপর স্বল্প হারে কর সুবিধা প্রত্যাহার করা হয়। মাছ চাষের জন্য রেণু পোনা একটি অপরিহার্য উপাদান এবং রেণু পোনা উৎপাদনের জন্য বড় আকারের স্থাপনা নির্মাণ ও বিনিয়োগের প্রয়োজন হয়। বিষয়গুলো বিবেচনায় নিয়ে মাছ ও হাঁস-মুরগির হ্যাচারিসহ বর্ণিত খাতসমূহের আয়ের ওপর অপেক্ষাকৃত কম হারে কর আরোপের প্রস্তাব করছি।’