সাবেক এমপি আশরাফ ও তার স্ত্রীর অবৈধ সম্পদ ১৫.৮১ কোটি টাকা
১৫ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন অভিযোগে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রী আফরোজা সুলতানার নামে পৃথক পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আনোয়ারুল আশরাফ খান সরকারি কর্মচারী থাকা অবস্থায় অবৈধ উপায়ে ১১ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৩১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে। তিনি তার ৩০টি ব্যাংক হিসেবে ৪৪১ কোটি ১৬ লাখ ৬৪ হাজার ২০৫ টাকা লেনদেন করেছে। অপরদিক আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার বিরুদ্ধে ৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।