সিলেট বোর্ডের সেরা বিশের ৫টি মৌলভীবাজারের
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মৌলভীবাজারের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিয়েছে।
এর মধ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কে জি অ্যান্ড উচ্চ বিদ্যালয় ১২তম, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দ্য বার্ডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ১৪তম, মৌলভীবাজারের বড়লেখার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল ১৬তম ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ১৯তম স্থান দখল করেছে।
এ বছরে মৌলভীবাজারে এসএসসি পরীক্ষায় ১৬ হাজার ৫২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৬৯২ জন। এর মধ্যে পাঁচ হাজার ৫৭৫ জন ছাত্র ও সাত হাজার ১১৭ জন ছাত্রী। পাসের হার ৭৭ দশমিক শূন্য ৪। জিপিএ ৫ পেয়েছে ৪৮৩ জন। তবে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার মধ্যে পাসের হারের দিক থেকে পিছিয়ে পড়েছে মৌলভীবাজার জেলা।