মনোনয়নপত্র বাছাইয়ে বিভিন্ন সংস্থার তথ্য আমলে নেবে ইসি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় স্থানীয় ব্যাংক, থানাসহ বিভিন্ন সংস্থা থেকে তথ্য নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিকে উপস্থিত থাকতে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন আয়োজক সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।
আতিয়ার রহমান বলেন, ‘ইতোমধ্যে নির্দেশনাটি ৬৬ জন রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।’
মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধির উপস্থিতি প্রসঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, ‘মনোনয়নপত্র বাছাইয়ের সময় যাতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা অথবা প্রতিনিধি—ঋণখেলাপিদের তথ্য, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা—ফৌজদারি মামলা সম্পর্কিত তথ্য, জাতীয় রাজস্ব বোর্ডের স্থানীয় প্রতিনিধি—আয়কর রিটার্নের তথ্য, ঠিকাদার বা আর্থিক সংশ্লেষ আছে এমন প্রার্থীদের তথ্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য স্থানীয়ভাবে নির্দেশনা দিতে হবে।’
নির্দেশনায় আরও বলা হয়েছে, ‘মনোনয়নপত্রগুলো বাছাইয়ের সময় তাদের দেওয়া তথ্য গুরুত্বসহ বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র গ্রহণ অথবা বাতিলের সিদ্ধান্ত দিতে হবে।’