অভিনেত্রী অপি করিমের বাবা আর নেই
জনপ্রিয় অভিনেত্রী অপি করিমের বাবা, কবি ও লেখক সৈয়দ আবদুল করিম মারা গেছেন (৭৫)। বুধবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গণমাধ্যমের খবর, সৈয়দ আবদুল করিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। কিছুদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। বিশিষ্ট নির্মাতা চয়নিকা চৌধুরী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করে শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন বিশিষ্টজনেরাও।
আজ বাদ জোহর সৈয়দ আবদুল করিমের জানাজা হওয়ার কথা রয়েছে রাজধানীর আজিমপুর কেন্দ্রীয় মসজিদে। সেখানকার কবরস্থানে এই কবি-লেখককে সমাহিত করা হবে।