আগামী মাসে ব্যাংকক থেকে ফিরছেন নির্ঝর-অপি
নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম নিজেদের বিয়ের খবরটি প্রথমে গণমাধ্যমকে না জানালেও সম্প্রতি কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে তারা বিয়ে করেছেন। তাও আবার গত ৭ জুলাই, ঈদের দিন।
নির্ঝর ও অপির আত্মীয়র বরাত দিয়ে কয়েকটি পত্রিকা জানায়, পারিবারিকভাবেই তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। অবশ্য সেই আত্মীয়র নাম প্রকাশ করা হয়নি কোথাও। পারিবারিক সূত্রেই গণমাধ্যমে প্রকাশ হয় বিয়ের পর এই তারকা দম্পতি ভালো আছে এবং এই মুহূর্তে ব্যাংককে অবস্থান করছে।
মধুচন্দ্রিমার জন্য নয়, একটি প্রকল্পের কাজেই নির্ঝর ব্যাংকক গেছেন, সাথে আছেন অপি। কাজ শেষে এই দুই তারকা আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানা গেছে।
এনামুল করিম নির্ঝর ও অপি করিম দুজনই স্থাপত্য বিষয়ে লেখাপড়া করেছেন। ‘আহা’ চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নির্ঝর। এনামুল করিম নির্ঝর ও অপি করিম দুজনেরই এর আগে দুবার বিয়ে হয়েছিল। অপি করিমের কোনো সন্তান না থাকলেও এনামুল করিম নির্ঝরের একটি পুত্র সন্তান রয়েছে।