আরআরআর : মুক্তি স্থগিত, জলে গেল প্রচারণার ২২ কোটি টাকা
দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বহুল আলোচিত অ্যাকশনধর্মী ‘আরআরআর’ সিনেমা মুক্তির কথা ছিল আগামী ৭ জানুয়ারি। সেজন্য প্রচারণার কোন কমতি রাখেননি সিনেমা-সংশ্লিষ্টরা।
তবে করোনার কারণে সিনেমা মুক্তির ছয়দিন আগে সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমাটি মুক্তি না দেওয়ার। তবে তার মধ্যে সিনেমাটির প্রচারণায় খরচ হয়ে গেছে প্রায় ১৮-২০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২২ কোটি টাকার বেশি, খবর বলিউড হাঙ্গামার।
এক সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, অন্ধ্র প্রদেশের বাইরে রামচরণ ও এনটিআর জুনিয়রের তুলনামূলক কম জনপ্রিয়তা থাকায় সিনেমাটির প্রচারে দুই থেকে তিন কোটি টাকা খরচ করা হয়েছিল। অন্ধ্র থেকে ফ্যানদের উড়িয়ে আনা হয়েছিল এসব শহরে, রাখা হয়েছিল বিলাসবহুল হোটেলে।
‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজমৌলি। এই সিনেমায় দেখা মিলবে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন মতে, ৩৫০-৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার গল্প ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।