করোনাযোদ্ধাদের নিজ হাতে খাবার দিলেন সালমান খান
গেল বছর ভারতে যখন করোনা মহামারি বিরূপ প্রভাব ফেলেছিল, তখন ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন সুপারস্টার সালমান খান। এ বছর ফের দেশটিতে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। আবার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছেন এ তারকা। এবার করোনাযোদ্ধাদের খাদ্যসহায়তা দিলেন বলিউডের সাল্লু ভাই।
বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি মুম্বাইয়ের ওরলি-জুহু এলাকায় সালমান খান কোভিড-সম্মুখযোদ্ধাদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করেছেন। আর এ খাবার বিতরণ ১৫ মে পর্যন্ত চলবে।
বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। এবারের ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ১৩ মে শুধু প্রেক্ষাগৃহে নয়, জি প্লেক্স ও টিভিতে ৫০টির বেশি দেশে মাত্র ২৯৯ রুপি বা ৩৪০ টাকায় দেখা যাবে সিনেমাটি।
সালমানের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি ৫০টির বেশি দেশে ডিজিটাল মাধ্যমে দেখা যাবে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা। রুপালি পর্দায় সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে দর্শক। এই সুপারস্টারকে সবশেষ ২০১৯ সালে ‘দাবাং থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল। আজ মুক্তি পেয়েছে ‘রাধে’র ট্রেইলার। এরই মধ্যে ট্রেইলারটি অন্তর্জালে ঝড় তুলেছে।
‘রাধে’ সিনেমায় সালমান খানের নায়িকা দিশা পাটানি। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রণদীপ হুদা ও জ্যাকি শ্রফকে।