সালমানের ছবি প্রকাশ করলেন শাহরুখ!
একসময় ছিলেন একে অন্যের অন্তরঙ্গ বন্ধু। সেখান থেকে হঠাৎ করেই বৈরী সম্পর্ক, একেবারে দুজনের মুখ দেখাদেখি বন্ধ। কিন্তু সম্প্রতি আবারও জোড়া লেগেছে পুরোনো বন্ধুত্ব। তারই সুবাদে বুঝি ‘বজরঙ্গি ভাইজান’-এ সালমানের প্রথম ঝলক প্রকাশ করলেন স্বয়ং শাহরুখ খান। ফিল্মফেয়ারের নজরে মিলল, বন্ধুর ভূয়সী প্রশংসার সাথে প্রচারণার কাজটুকুও সেরে ফেলেছেন শাহরুখ।
মিডিয়ায় কাজ করার শুরু থেকেই সালমান ও শাহরুখের ছিল ভালো বন্ধুত্ব। তেমনই একসময়কার সাফল্যের নাম ‘করন-অর্জুন’। তারপর শাহরুখের বহু ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে সালমানকে। যেমন বলা যায় ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কথা। সম্পর্কের ভাঙন তৈরি হলেও একে অন্যের ব্যাপারে কখনো বিরূপ মন্তব্য করেননি তারা। কিছুদিন আগে আবারও দুজনের মধ্যে ঝামেলা চুকেবুকে গিয়েছিল। আদালতে সালমান খানের রায়ের আগের দিন সপরিবারে গিয়ে দেখা করে এসেছিলেন শাহরুখ। বলেছিলেন, যেকোনো পরিস্থিতিতে সালমান ও তাঁর পরিবারের পাশে রয়েছেন তিনি।
ভাগ্য সুপ্রসন্ন সালমানের, এ যাত্রায় এখনো জেল যেতে হয়নি তাঁর। তড়িঘড়ি করে শেষ করেছেন হাতে থাকা ‘প্রেম রতন ধান পায়ো’ এবং ‘বজরঙ্গি ভাইজান’-এর কাজ। বোনের বিয়ের অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। আদালত থেকে অনুষ্ঠানের কাজে দুবাই যাওয়ার অনুমতিও পেয়েছেন কদিন আগে। এমনই সময় বন্ধুর এমন প্রচারণায় বেশ খুশিই হওয়ার কথা দাবাং খানের!
টুইটে বজরঙ্গি ভাইজান-এর সালমানের মুখাবয়বের খানিকটা অংশ পোস্ট করেছেন শাহরুখ। লিখেছেন, “আমার বিশ্বাস, একজন নায়ক হয়ে ওঠার চেয়ে ভাই হয়ে ওঠা অনেক বড় ব্যাপার। ২০১৫-এর ঈদে আসছেন ‘ভাইজান’? কেমন লাগল আপনাদের প্রথম ঝলক?”
এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কারিনা কাপুর।