অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছাড়লেন শাহরুখ
এতই ব্যস্ত থাকেন তিনি, অসুস্থ না হলে বিশ্রাম আর মেলে না। ভাগ্যিস হাঁটুতে ব্যথা হয়েছিল শাহরুখ খানের! তাই হাসপাতালের বিছানায় দুই দণ্ড বিশ্রাম মিলল কিং খানের। চিকিৎসকের অনুমতি পেয়ে শুক্রবার, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ছাড়েন তিনি। এর আগের দিন বৃহস্পতিবার, বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করা হয় কিং খানের। হাসপাতাল ছাড়ার আগে ডাক্তাররা বলে দিয়েছেন, আগামী তিন-চারদিন নড়াচড়া করা যাবে না, পুরোপরি শয্যাশায়ী থাকতে হবে।
এই দুর্দিনে পাশে থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন কিং খান, ‘পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
হাঁটুর ব্যথা নিয়েই ‘রায়ীস’ ছবির ‘গর্ভা নাচ’-এর একটি মহড়ায় অংশ নিয়েছিলেন শাহরুখ। সেটাতেই বাধে বিপত্তি। সরাসরি যেতে হয় শল্যচিকিৎসকের ছুরির নিচে।
রাহুল ঢোলাকিয়ার অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবি ‘রায়ীস’ মুক্তি পাবে আগামী বছরের ঈদে। ছবিতে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। এতে শাহরুখের সঙ্গে থাকবেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান ও নওয়াজ উদ্দিন সিদ্দিকী।