জ্যাকি চ্যান দেখা করতে চান সালমানের সঙ্গে!
বলিউড বাদশাহ শাহরুখ খান কিংবা মিস্টার পারফেক্ট আমির খান নয়, সালমান খানের সঙ্গে দেখা করতে চান হংকং ভিত্তিক অ্যাকশন ও কমেডি হিরো জ্যাকি চ্যান। সম্প্রতি তিনি ও বলিউড অভিনেতা সোনু সুদ তাঁদের নতুন ছবি ‘কুংফু ইয়োগা’র প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এ সময় তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সালমান খানকে চমক দেওয়ার আভাস দিয়েছেন বলে জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
৬২ বছর বয়সের জ্যাকি চ্যানের ছোট একটি ভিডিও ক্লিপ ইন্সটাগ্রামে সোনু পোস্ট করেছেন গত বৃহস্পতিবার। সেই ভিডিওতে জ্যাকি চ্যান বলেন, ‘নমস্কার সালমান, আমি আমার ভাইকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে ভারত আসছি।’
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘ভাই @beingsalmankhan, আপনার জন্য আমার কাছে একটু ভিন্নরকমের সারপ্রাইজ রয়েছে!! ভারতে শিগগিরই আপনার সঙ্গ দেখা হচ্ছে। পান্ডে জি হাম আহ রাহে হ্যায়।@eyeofjackiechan।’
৪৩ বছর বয়সী সোনু সুদ টুইট করেন, ‘এবং কুংফু ইয়োগা আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে। শুভ কামনা রইল, চিয়ার্স!’
স্ট্যানলি টং পরিচালিত ভারত ও চীনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘কুংফু ইয়োগা’, ছবিটি মূলত অ্যাকশন ও অ্যাডভেঞ্চার নির্ভর হলেও এতে রয়েছে কমেডির ছোঁয়া। ছবিটি আগামী ২৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।