ভাগ্য ও কর্মে দুটোতেই আমি বিশ্বাসী : অপূর্ব
‘যখন আমি মানসিকভাবে দুর্বল থাকি, তখন ভাগ্যে অনেক বেশি বিশ্বাস করি। যখন কোনো কিছু চেষ্টা করেও পাই না, তখন সেটাও ভাগ্যের ওপর ছেড়ে দিই। তবে ভাগ্য ও কর্মে দুটোতেই আমি বিশ্বাসী।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব।
সম্প্রতি ‘ফরচুন’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকের গল্পে দেখা যায়, অপূর্বের চরিত্রটি ভাগ্যে বিশ্বাসী। নাটকে অপূর্বের বিপরীতে অভিনয় করেছেন নওশীন নাহরীন। সাব্বির চৌধুরীর গল্প-ভাবনায় নাটকটি রচনা করেছেন তানিন রহমান। নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম।
এনটিভি অনলাইনকে পরিচালক শেখ সেলিম বলেন, “আমরা কেউই কিন্তু ভাগ্যের ফলাফল এড়িয়ে যেতে পারি না। কোনো না কোনো সময় আমরা শুধু ভাগ্যের ওপর নির্ভরশীল হই। ‘ফরচুন’ নাটকে নওশীনকে ভাগ্য বদলাতে সাহায্য করেন অপূর্ব। তাঁরা নাটকের গল্পে অনেক ভালো বন্ধু থাকেন। নাটকের গল্পে অনেক চমক ও নতুনত্ব খুঁজে পেয়েছি। কাজটা করে অনেক ভালো লেগেছে। আশা করছি, দর্শক নাটকটি দেখে বিনোদন পাওয়ার পাশাপাশি অনেক সামাজিক বার্তাও খুঁজে পাবেন।”
‘ফরচুন’ নাটকে অপূর্ব ও নওশীন ছাড়াও অভিনয় করেছেন বাশার বাপ্পী, নিশা, সুব্রত, সাজিদ, সাব্বির চৌধুরী প্রমুখ। নাটকটি কিছুদিন পর একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক শেখ সেলিম।