শাহরুখের নতুন লুক
আমির খান যেমন প্রতি ছবিতেই নিজের লুক বদলান, শাহরুখ খান আবার তেমন নন। কালেভদ্রে নতুন লুকে পাওয়া যায় তাঁকে। এবার যেমন ‘রইস’ ছবিতে নতুন রূপে দেখা যেতে পারে কিং খানকে।
‘দিলওয়ালে’ ছবির শুটিং করতে এখন শাহরুখ রয়েছেন বুলগেরিয়ায়। আর সেখানকার এয়ারপোর্টে নামার পরেই দেখা গেল তাঁর গোঁফওয়ালা লুক। নিজেই এসব ছবি টুইটারে পোস্ট করেছেন শাহরুখ।
এর আগে মুম্বাইতে ‘রইস’ ছবির প্রথম লটের শুটিং শেষ করেছেন শাহরুখ। কিন্তু টানা শিডিউল থাকায় ওই শুটিং শেষ করেই বিমানে উঠে পড়তে হয়েছে তাঁকে, তাই রায়িসের গোঁফসহ নামতে হলো বুলগেরিয়ায়।
বিমানে শাহরুখের সহযাত্রী ছিলেন আরেক বলিউড অভিনেতা ঋত্বিক রোশন এবং তাঁর দুই ছেলে। বাপ-বেটারা মিলে যাচ্ছেন ছুটি কাটাতে।
‘দিলওয়ালে’ ছবির মাধ্যমে আবার পর্দায় একসঙ্গে উপস্থিত হবেন শাহরুখ-কাজল। এ ছাড়া এই ছবিতে আরো রয়েছেন বরুণ ধাওয়ান, কৃতি সানোন।
রোহিত শেট্টির সঙ্গে শাহরুখের প্রথম কাজ ছিল ২০১৩ সালের ব্যবসাসফল ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’। ‘দিলওয়ালে’র নায়ক-পরিচালক এই জুটির দ্বিতীয় ছবি।