অভিনেতা মাসুম আজিজ হাসপাতালে
অভিনেতা মাসুম আজিজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ তাঁর বুকে ব্যথা উঠলে তাঁকে হাসপাতালে আনা হয়। এখন তিনি সিসিইউতে ভর্তি আছেন বলে এনটিভি অনলাইনকে জানান তাঁর স্ত্রী সাবিহা জামান।
এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে সাবিহা জামান বলেন, ‘ইসিজি করানো হয়েছে। রিপোর্ট এখনো আমরা পাইনি। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তাঁর হার্টে দুটি ব্লক ধরা পড়েছিল। হার্টে তখন একটা রিং পরানো হয়। চিকিৎসক তখন জানিয়েছিলেন, ওষুধ নিয়মিত খেলে আর কোনো সমস্যা থাকবে না। তবে আবারও যেহেতু সসম্যা হলো, এখন দেখা যাক চিকিৎসকরা কী বলেন।’
মাসুম আজিজের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সাবিহা জামান।
মাসুম আজিজ একাধারে মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। নাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও তিনি সুপরিচিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। ১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে তিনি অভিনয় করেন। এখন পর্যন্ত চারশর অধিক নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ। ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এই অভিনেতা।