টিউবলাইট
‘পাঁচ গুণ ভালো অভিনয় করেছেন সালমান’
সালমান খানের ভক্ত? তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে মাত্র পাঁচ দিন। কারণ, আর পাঁচ দিন পরই মুক্তি পাচ্ছে সালমানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টিউবলাইটে’র টিজার। সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে এ কথা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
এনডিটিভির একটি খবরে জানা যায়, নিজের টুইট অ্যাকাউন্টে চলচ্চিত্রের নতুন একটি পোস্টার শেয়ার করেছেন পরিচালক কবির খান। পোস্টারে দেখা যায়, বাসে থাকা সালমান কারো উদ্দেশে হাত নাড়ছেন। তাই পোস্টারের সঙ্গে মিলিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হি উইল অ্যারাইভ ইন ফাইভ ডেইজ’, অর্থাৎ তিনি পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবেন। এ ছাড়া ছবিটির ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করে পরিচালক বলেন, #৫ ডেজ ফর টিউবলাইট টিজার। অর্থাৎ টিউবলাইট টিজারের আর পাঁচ দিন বাকি।
যদিও বলিউড এখন ‘বাহুবলি-২’ জ্বরে আক্রান্ত, তবুও ‘টিউবলাইট’ চলচ্চিত্রটি এরই মধ্যে দর্শকের মনে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর আগে চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মুক্ত করেন পরিচালক। সেখানে একটি প্রশ্ন রাখা হয়, ‘কেয়া তুমহে ইয়েকিন হ্যায়?’
‘টিউবলাইট’ কবির খানের পরিচালনায় সালমান খানের তৃতীয় চলচ্চিত্র। এর আগে ২০১২ সালে তাঁরা তৈরি করেছিলেন ‘এক থা টাইগার’ এবং ২০১৫ সালে তৈরি করেছিলেন ‘বজরঙ্গি ভাইজান’। দুই চলচ্চিত্রে সালমানের ভিন্ন দুই রূপ দর্শককে অভিভূত করে। তাই এ জুটির চলচ্চিত্র নিয়ে বড়মাপের আশা করছেন ভক্তরা।
ভক্তদের এই আশা নিয়ে কথা বলেছেন পরিচালক কবির খান। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে কবির খান বলেন, “সালমান খানকে ভিন্নরূপে ‘টিউবলাইট’ ছবিতে দেখা যাবে। যাঁরা বলেছিলেন ‘বজরঙ্গি ভাইজানে’ সালমান খানের অভিনয় দুর্দান্ত ছিল, তাঁদের বলতে চাই, ‘টিউবলাইটে’ আগের চেয়ে পাঁচ গুণ ভালো অভিনয় করেছেন সালমান।”
সালমান খান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ‘ঝু ঝু’। এ ছাড়া ‘বজরঙ্গি ভাইজানে’র মুন্নির মতো ‘মাটিন রে ট্যাঙ্গু’ নামে আরেক খুদে চরিত্র থাকছে ছবিটিতে। ঈদকে কেন্দ্র করে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে এ বছরের ২৩ জুন।
বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে, এটি ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি কবির খানের পরিচালনায় নির্মিত হলেও এবারের পর্বটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। তবে সহঅভিনেত্রী হিসেবে ক্যাটরিনা অপরিবর্তিত রয়েছেন।